ছবিসহ ভোটার তালিকাহালনাগাদ করণ
১। মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের তফসীল মোতাবেকছবি সহ ভোটার তালিকা প্রণয়নের জন্য ভোটারদের তথ্য সংগ্রহের জন্য নিয়োগকৃততথ্যসংগ্রহারীগণ তথ্যসংগ্রহ করে ভোটারদের নিবন্ধনের জন্য ভোটর নিবন্ধন ২নংফরম পুরণ করে ভোটার স্লিপ বিতরণ করেন। নিবন্ধনের তারিখে ভোটারগণ নিবন্ধিতহন। উক্ত ডাটা বেইস জেলা নির্বাচন অফিস, বাগেরহাটও নির্বাচন কমিশনসচিবালয়ে প্রেরণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।
২। মৃত্যুজনিত কারণেভোটারদের সংশ্লিষ্ট ভোটার এলাকা হতে তাঁদের নাম কর্তণ করা।
৩। ভোটারদেরস্থানান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা ।
জেলা নির্বাচন অফিস, বাগেরহাটহতে প্রাপ্তভোটারদের জাতীয় পরিচয় পত্র বিতণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।
জাতীয়সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেকার্যক্রমঃ
১। বর্ণিত তফসীল মোতাবেক জেলা নির্বাচন অফিস, বাগেরহাটহতেমনোনয়ন পত্র ও নির্বাচনী নির্দেশিকা ও বিভিন্ন ফরম সংগ্রহ করে রিটার্ণিংঅফিসারদের মাঝে বিতরণ করা ।
২। জেলা নির্বাচন অফিস, বাগেরহাটহতেবিভিন্ন নির্বাচনের জন্য ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেরিটার্ণিং অফিসার ওপ্রিজাইডিংঅফিসারদের মাঝে বিতরণের কার্যক্রম গ্রহণকরা ।
৩। ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রণয়ণ করা ও তাদের নির্বাচনীপ্রশিক্ষণের যাবতীয়কার্যক্রম সম্পন্ন করা।
৪। স্বচ্ছ ব্যালট বাক্স, লিডবা ঢাকনা বিতরণ করা ।
৫। নির্বাচনী ফলাফল একীভুত করে জেলা নির্বাচনঅফিস, বাগেরহাটপ্রেরন করা
৬। নির্বাচনী ফলাফল ইন্ট্রানেটের মাধ্যমেনির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা
৭। নির্বাচন কমিশন সচিবালয় ও জেলানির্বাচন অফিস হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্নকার্যক্রম সম্পন্নকরা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS